ই-লোনের বৈশিষ্ট্য

১. ডিএসকে ই-লোন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে- ওয়েব সাইট (https://dskmart.com/dskeloan/eloan),অ্যাপ এবং সোস্যাল মিডিয়া পেজ (ফেসবুক, ইন্স্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি) থেকে; ;

২. ওয়েবসাইট কিংবা অ্যাপ -এর ম্যাধমে অনলাইনে ঋণ আবেদন করতে হবে;

৩. আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সকল ডক্যুমেন্টস্-এর সফট কপি অনলাইনে জমা (সংযুক্ত) করতে হবে, ছাপানো (প্রিন্টেড) কপি যুক্ত করার সুযোগ নেই;

৪. অনলাইনে ঋণ প্রস্তাব সঠিকভাবে জমা (সাবমিট) হলে, আবেদনকারীর সেল ফোন নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ট্রেক্সট/বার্তা যাবে, যেখানে আবেদনপত্রের আইডি (Application ID) থাকবে;

৫. এলগরিদম পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার বেইজড্ সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ঋণ প্রস্তাবনাটি প্রাথমিকভাবে মূল্যায়ন করা হবে, যা পরবর্তীতে প্রয়োজনে মাঠ পর্যায়ে পরিদর্শন করা হবে, আবেদকারীকে ট্রেক্সট/বার্তা মারফত ঋণ অনুমোদন কিংবা বাতিল জানানো হবে;

৬. ই-লোনের গ্রাহক হওয়ার জন্য নিজ মালিকানাধীন ব্যবসা কিংবা উদ্যোগটি অবশ্যই দৃশ্যমান হতে হবে (ই-কমার্স ব্যবসা অনলাইনে দৃশ্যমান হবে), লাভজনক এবং বিকশিত হওয়ার সুযোগ থাকবে;

৭. অনলাইনে ঋণ আবেদন যেকোন সময় (Round the clock) পূরণ ও উপস্থাপন করা যাবে;

৮. চাহিত ঋণের পরিমান (সর্বোচ্চ ৫.০ লক্ষ টাকা) এবং পরিশোধের মেয়াদ (সর্বোচ্চ এক বছর) আবেদনকারী কর্তৃক নির্ধারিত হবে (আবেদনপত্র পূরণকালে নির্বাচন/সিলেক্ট করার সুযোগ থাকবে);

৯. ঋণ আবেদন প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে ঋণ প্রস্তাব মূল্যায়নের কাজ শুরু হবে, সর্বোচ্চ ৫ (পাঁচ) কর্ম দিবসের মধ্যে মূল্যায়ন সম্পন্ন হবে এবং ঋণ গ্রহিতাকে সিদ্ধান্ত জানানো হবে;

১০.ঋণ প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের পর গ্রাহককে ডিএসকে ক্ষুদ্রঋণ কর্মসূচির নিকটস্থ শাখায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে, ঋণের অর্থ গ্রাহকের নির্ধারিত ব্যাংক হিসাব কিংবা এমএফএস হিসাবে দ্র্রুত জমা (ক্রেডিট) হবে;

১১.সকল ধরণের তথ্যাদি সংরক্ষণ ও প্রেরণ/ ডক্যুমেন্ট প্রদান ইলেকট্রনিক ডিভাইজের মাধ্যমে অনলাইনে করা হবে (ঋণ আবেদন, তথ্য প্রদান, ডক্যুমেন্ট প্রদান, সংরক্ষণ, আবেদন ইত্যাদি);

১২.ডিএসকে ই-ঋণ বিভাগ/এবং ক্ষুদ্রঋণ কর্মসূচি বিভাগ ঋণ মঞ্জুরীর সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ঋণ বিতরণ পরবর্তী ঋণ গ্রাহক পরিচালিত উদ্যোগ/ব্যবসা নিয়মিত তদারকি ও পরিবীক্ষণ করবে;