লক্ষ্য ও উদ্দেশ্য

*ডিজিটাল প্লাটফরম-ওয়েবসাইট কিংবা অ্যাপ ব্যবহারপূর্বক প্রান্তিক উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহজে দ্রুত পূঁজি(ঋণ তহবিল) সরবরাহ;

*প্রথাগত পদ্ধতির পরিবর্তে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কম্পিউটার সফটওয়ার টেকনোলজি কেন্দ্রিক ঋণ ব্যবস্থাপনার (আবেদন, মূল্যায়ন ও সিদ্ধান্ত) বিকাশ, যা দ্রুত, সহজ, স্বচ্ছ এবং নিরাপদ;

*ঋণ কর্মসূচিতে অর্থ লেনদেনে ডিজিটাল পদ্ধতির ব্যবহার এবং ক্যাশবিহীন লেনদেনকে জনপ্রিয় করা, যা একজন উদ্যোক্তা এবং একটি অর্থায়ন প্রতিষ্ঠানের সময় বাঁচায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে;

*সম্ভাবনাময় সচল উদ্যোগ কিংবা ব্যবসা (দৃশ্যমান)-কে সহজে পূঁজি সংগ্রহ এবং বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি দেয়া;